হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ রবিবার। রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মহাঅষ্টমী পূজা শেষ অনেক মণ্ডপে অনুষ্ঠিত হব্র কুমারীপূজা।
সনাতনী শাস্ত্র মতে, ১৬টি উপকরণ দিয়ে শুরু হবে মহাঅষ্টমীর পূজা। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা।
পূজা শেষে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি গ্রহণ করবেন ভক্তরা। রোববার (২২ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হয়েছে মহাঅষ্টমীর পূজা।
জানা গেছে, বেলা ১১টায় গোপীবাগের রামকৃষ্ণ মাঠে হবে কুমারী পূজা। বিকেল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হবে সন্ধিপূজা।
সনাতনী শাস্ত্র অনুযায়ী আরও জানা যায়, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। শাস্ত্র মতে যার ফল খুব একটা শুভ না। শাস্ত্র অনুযায়ী দেবীর ঘোড়ায় ‘ছাত্রভঙ্গের ইঙ্গিত দেয়। এছাড়া দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না।
আরও জানা গেছে, সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯ টার পর শুরু হবে নবমী পূজা। পরদিন মঙ্গলবার (২৪ অক্টোবর)সকাল ৯ টার পর দশমী পূজা শুরু হবে। দশমী পূজার পর অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি।