//

যশোরের বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিদ্দিক মাষ্টার ইন্তেকাল করেছেন

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক

 

 

 

” বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বার্ডেম হাসপাতালের আজীবন সদস্য, যশোরের বাঘারপাড়ার কৃতি সন্তান মোঃ সিদ্দিক মাষ্টার ইন্তেকাল করেছেন । —- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।

গত ৩ অক্টোবর সন্ধায় তিনি বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। স্থানীয় বসুন্দিয়া স্কুলের শিক্ষাকতা থেকে শুরু করে কর্মজীবনের পাশাপাশি তিনি বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিএনএস হাসপাতালের চক্ষু প্রতিষ্ঠাতা সদস্য, খুলনা ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, খুলনা যক্ষা হাসপাতালের সদস্য, এবং ঢাকা বারডেম হাসপাতালের আজীবন সদস্য, সহ অসংখ্য সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন। এদিকে, আজীবন সেবা ধর্মী এই মানুষটির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবু মুছা, সামাজিক সংগঠন বন্ধু মহলের সভাপতি আনিছুর রহমান বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের প্রথম জানাজা ৩ অক্টোবর রাত ১০ টায় খুলনায় অনুষ্ঠিত হয় এবং ৪ অক্টোবর যোহর বাদ তার দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয় ।

 

 

মতামত দিন

Your email address will not be published.