- সম্পাদকীয় কলাম
- ১০ সেপ্টেম্বর ২০২৫
৫ ই আগস্ট ২০২৪ এর পূর্বে ইসলাম বিরোধী স্লোগান হর-হামেশা আমারা শুনতে পেয়েছি। যা মামুলি বিষয় হিসেবেই প্রযোজ্য ছিল। কোথাও কোন জায়গায়, কোন অবস্থায় কুরআন-সুন্নাহর আলোকে আলোচনা মিলাদ মাহফিলের আয়োজনটা ও ছিল অস্বাভাবিক।
এমন বিবিধ কারণেই ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না ধর্ম যার যার দেশ সবার। বাংলাদেশের মানুষ কোন কিছু নিয়ে বেশি বাড়া-বাড়ি পছন্দ করে না প্রমাণিত। এমন অবস্থায় ডাকসু নির্বাচনের দিকে আমরা যখন ধাবিত হই, তখন কি কোন গোষ্ঠী-দল-ব্যক্তি কোন কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে কিনা পর্যালোচনা করে দেখা যেতে পারে।
মুখের ভাষা যেমন মানুষ দেখতেও পায় শুনতেও পায়,বুকের ভাষা দেখতেও পায় না শুনতেও পায়না। এখানে কি কোন বড় দলের বড় ধরনের ঘাটতি ছিল?পরাজয়কে আলিঙ্গন করে ভুল ত্রুটি বিশ্লেষণ করে জয়ের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমোত্তার পরিচয়।