- নিজস্ব প্রতিবেদক
নাট্যব্যক্তিত্ব সুনীল বিশ্বাস এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে , ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার, সহযোগিতায় প্রতীক থিয়েটার।
স্মরণসভার পূর্বে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সদস্যরা প্রতীক থিয়েটারের সদস্যদের সঙ্গে সাংগঠনিক আলোচনা পরিচালনা করেন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সদস্যবৃন্দ, স্থানীয় নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরা। বক্তারা বলেন, সুনীল বিশ্বাস শুধুমাত্র নাট্যাঙ্গনের একজন সক্রিয় কর্মীই ছিলেন না, বরং সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রান্তিক মানুষকে আলোকিত করার জন্য আজীবন কাজ করেছেন। তাঁর প্রয়াণে দেউন্দি চা বাগান এক নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল।
অনুষ্ঠানটি শোকযাত্রা, স্মৃতিচারণ ও গানের পরিবেশনের মাধ্যমে পরিচালিত হয়, যাতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
হবিগঞ্জ খোয়াই থিয়েটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ
তমাল
নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ