//

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নজর রাখছে জার্মান সংস্থা

9 মিনিট পড়ুন
আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৫
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। খবর রয়টার্সের।

জিএফজেড জানিয়েছে, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৫.২ নির্ধারণ করা হলেও যাচাই-বাছাইয়ের পর এর কমবেশি হতে পারে। ভূমিকম্পটি ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় ছিল।

তাৎক্ষণিকভাবে দেশটিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। জিএফজেডসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভূমিকম্প-পরবর্তী অবস্থায় নজর রাখছে। তারা বলছে, কম্পনের উৎপত্তি এবং ভূগর্ভস্থ স্থানচ্যুতিসহ বিভিন্ন প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। বিস্তারিত তথ্য পেলে সংবাদমাধ্যমকে জানানো হবে।

সম্প্রতি পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

গত ১০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

এরও আগে রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে জাপান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রেও সুনামি আঘাত হানে। পূর্বপ্রস্তুতি থাকায় এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিশ্বব্যাপী ঘনঘন ভূমিকম্প বাংলাদেশের মতো ঝুঁকিপ্রবণ দেশগুলোর উদ্বেগ বাড়াচ্ছে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.