//

জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম

12 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ২৪ মার্চ ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
জ্ঞান ফিরেছে তামিম ইকবালের
ছবি: সংগৃহীত

সকালে আঁতকে ওঠার মতো এক খবর পায় দেশের ক্রিকেটপ্রেমীরা। মাঠেই হার্ট অ্যাটাক এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এরপর যেতে হয় অস্ত্রোপচারের মধ্য দিয়েও। তবে আশার কথা, এখন জ্ঞান ফিরেছে তামিমের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে হাসপাতালে নিলে জরুরি ভিত্তিতে হার্টে রিং পরানো হয়। এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

 

তামিমকে নিয়ে সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যা কিছুটা হলেও স্বস্তির খবর তামিম ও ক্রিকেটপ্রেমীদের জন্য।

 

এর আগে, ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। পরে টস করলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। যেতে হয় হাসপাতালে।

 

 

তামিমের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। এবং খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

 

এদিকে তামিমের খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এছাড়া তামিমের অসুস্থতার খরবে স্থগিত করা হয়েছে বিসিবির বোর্ডসভা। পরে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান বিসিবি কর্মকর্তারা।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.