//

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে সেনাদের আরও গভীরে প্রবেশের নির্দেশ নেতানিয়াহুর

10 মিনিট পড়ুন

 

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২২ মার্চ ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
ফিলিস্তিনি ভূখণ্ড দখলে সেনাদের আরও গভীরে প্রবেশের নির্দেশ নেতানিয়াহুর

 

 

 

 

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের স্থল অভিযান শুরু করেছে ইসরাইল।সেনাবাহিনীকে ভূখণ্ডটির আরও গভীরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি থাকা অবশিষ্ট জিম্মিরা মুক্তি না পাওয়ার আগ পর্যন্ত উপত্যকাটির আরও জমি দখলেরও প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা গাজা শহরের পশ্চিমে তিনটি পাড়ায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের আগে থেকেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজা থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করার কথা বলার কিছুক্ষণ পরেই এই সতর্কতা জারি করা হয়।  উত্তর গাজা থেকে এই রকেট ছোড়ার ফলে ইসরাইলের উপকূলীয় শহর আশকেলনে সাইরেন বাজতে শুরু করে।

 

 

গাজার উত্তর ও দক্ষিণকে বিভক্তকারী একটি করিডোরের কিছু অংশ পুনরুদ্ধার করার পর ইসরাইলি সেনারা বৃহস্পতিবার উত্তরের শহর বেইত লাহিয়া এবং দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাহর দিকে অগ্রসর হয়। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ উত্তর গাজায় পুনরায় অবরোধ শুরু করেছে।

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরাইল গাজায় ‘ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয়। ’

তিনি আরও বলেন, ‘আমি সেনাবাহিনীকে গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছি হামাস যত বেশি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, আর সেগুলো ইসরাইলের সঙ্গে যুক্ত হবে। ’

এছাড়া তিনি গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণের হুমকিও দেন ওই অঞ্চলে স্থায়ীভাবে ইসরাইলি দখল বাস্তবায়ন করে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.