//

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর আজ বন্ধ,কাছের বৈদ্যুতিক উপকেন্দ্রে আগুন

9 মিনিট পড়ুন

 

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২১ মার্চ ২০২৫
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরফাইল ছবি: রয়টার্স

 

 

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর আজ শুক্রবার সারা দিন বন্ধ থাকবে।
বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

উপকেন্দ্রটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

উপকেন্দ্রে আগুনের কারণে ইউরোপের ব্যস্ততম ও বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে ব্যাপক বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়।

হিথ্রো বিমানবন্দর বন্ধের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন।

বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকার আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

ফায়ার সার্ভিস বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উড়োজাহাজের চলাচল অনুসরণকারী (ফ্লাইট ট্র্যাকিং) ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, ইতিমধ্যে বেশ কিছু ফ্লাইট অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য আজ (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। যাত্রীদের এই বিমানবন্দরে না আসার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

Your email address will not be published.