//

শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না : ডিএমপি

6 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ২৫ অক্টোবর ২০২৩
facebook sharing button

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত

 

সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতে ইসলামী আবেদন করেছে। কিন্তু শাপলা চত্বরে জামায়াতের মতো দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে ড. খ. মহিদ উদ্দিন বলেন, যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শর্ত মেনে যেন তারা সমাবেশ করে। ঢাকা শহরে যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটিই আমার বলেছি।

২৮ অক্টোবর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে বসে পড়া বা নাশকতার ব্যাপারে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই।

মতামত দিন

Your email address will not be published.